8/12 movie : বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযান এবার বড় পর্দায় !

Updated : Dec 14, 2021 14:31
|
Editorji News Desk

১৯৩০ সালের ৮ ডিসেম্বর । রাইটার্স বিল্ডিং(Writer’s Building)-এ অভিযান করেছিলেন ভারতের তিন বীর সন্তান । অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিলেন এই তিন তরুণ বিপ্লবী । সেই ঐতিহাসিক ঘটনাই এবার দেখা যাবে বড় পর্দায় । আসছে নতুন বাংলা ছবি '৮/১২'(8/12) ।

ছবির পরিচালক অরুণ রায়(Arun Roy) । সম্প্রতি, সংবাদসংস্থা পিটিআই(PTI)-কে তিনি জানিয়েছেন, ৯১ বছর আগে ব্রিটিশ পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেছিলেন তিন বিপ্লবী-বিনয় কৃষ্ণ বসু(Benoy Krishna Basu), বাদল গুপ্ত(Badal Gupta), এবং দীনেশ গুপ্ত(Dinesh Gupta)  । তৎকালীন আইজি লেফটেন্যান্ট কর্নেল এনএস সিম্পসনকে(Simpson) গুলি করে হত্যা করেছিলেন তাঁরা । সেই ঘটনাই '৮/১২' ছবিতে তুলে ধরা হয়েছে । বছরের পর বছর ধরে অনেক গবেষণার পর এই ছবির শুটিং শুরু করেন পরিচালক ।

সিম্পসনকে হত্যার পর পুলিশবাহিনী এই তিন বিপ্লবীকে ঘিরে ফেলে এবং অচিরেই তাঁরা পরাস্ত হন । তবে তাঁরা পুলিশের হাতে ধরা দিতে চাননি, তাই বাদল পটাশিয়াম সায়ানাইড খান এবং বিনয় ও দীনেশ আত্মহত্যার জন্য নিজেদের উপরে গুলি চালান । বিষ খেয়ে ঘটনাস্থলেই বাদল গুপ্তের মৃত্যু হয়।

পরিচালক অরুণ রায় বলেন, "১৯৩০ সালের ৮/১২-এর ঘটনা কেউ মনে রাখে না, যা খুবই দুর্ভাগ্যজনক । আমরা ৯/১১ বা ২৬/১১-এর মতো অভিশপ্ত দিনগুলি মনে রাখি । কিন্তু এই প্রজন্মের কেউ ৮/১২-র ঘটনা সম্পর্কে বলতে পারবে না ।"

তিনি আরও বলেন, "আমার উদ্দেশ্য হল এই তিন বিপ্লবীর আত্মত্যাগকে সিনেমায় তুলে ধরা । তাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল । "

রাইটার্স বিল্ডিংয়ের কিছু অংশে এর শুটিং করা হয়েছে । তবে বিল্ডিংয়ের অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । তাই এই সিনেমায় ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে । পরিচালক অরুণ রায় বলেন, "ছবিটি কোনও তথ্যচিত্র নয়, বরং এটি বাংলার স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ কাহিনীর সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি সিনেমা । যেখানে সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেওয়া তিন বিপ্লবীর ভূমিকা তুলে ধরা হয়েছে ।

ভারত স্বাধীন হওয়ার পরে বিনয়-বাদল-দীনেশের নামানুসারে কলকাতার ডালহৌসি স্কোয়ারের নাম পালটে রাখা হয় বি-বা-দী বাগ ।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কীঞ্জল নন্দ(বিনয়), অর্ণ মুখোপাধ্যায়(বাদল) ও রেমো(দীনেশ) । এছাড়াও ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ প্রমুখ । আগামী বছর জানুয়ারি মাসে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ।

Tollywoodsaswata chatterjee

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন