মুক্তি পেল পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত'র আগামী ছবি 'আবার বছর কুড়ি পরে'(Abar Bochhor Koori Pore)-এর টাইটেল ট্র্যাক(Title Track) । তিন মিনিটের গানে রয়েছে চার বন্ধুর ছোটবেলার গল্প, কুড়ি বছর আগের কিছু স্মৃতি । ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি ।
গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী(Rupankar Bagchi) এবং লিখেছেন তমোঘ্ন চট্টোপাধ্যায় । সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য । পুরো গানটাতেই ধরা পড়েছে নস্টালজিয়া ।
আরও পড়ুন, Subhashree Ganguly : ৩০ সেকেন্ডে কতগুলো ফুচকা খেলেন শুভশ্রী ? দেখুন ভিডিয়ো
কয়েকদিন আগেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে । চার বন্ধুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির গল্প । ২০ বছর পর তাদের আবার এক হওয়া, হারিয়ে যাওয়া বন্ধুকে নতুন করে ফিরে পাওয়ার কাহিনিই হল 'আবার বছর কুড়ি পরে'। ছবিতে চার বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), তনুশ্রী চক্রবর্তী(Tanusree Chakraborty), অর্পিতা চট্টোপাধ্যায়(Arpita Chatterjee) ও রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ।