ব্যাঙ্কের অধিকাংশ কাজ এখন অনলাইনেই (Online Banking) হয়ে যায়। KYC জমা, চেক জমা বা লকার, এরকম অনেক কাজ আছে, যা ব্যাঙ্কে না গেলে সম্ভব নয়। এপ্রিলে কি এই ধরনের কিছু কাজ জমে আছে আপনার! তাহলে সাবধান। এই এপ্রিল মাসে সব মিলিয়ে প্রায় ১৫ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক সেক্টর (Bank Holiday)।
দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও চারটি রবিবার এমনি ছুটি থাকে ব্যাঙ্কে। কিন্তু আরও ১১ দিন ব্যাঙ্কে কর্মচারীরার ছুটিতে থাকবেন।
১ এপ্রিল, অর্থাৎ অর্থবর্ষের প্রথম দিন ছুটি ব্যাঙ্কের। এদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্লোজিং ডেট।
২ এপ্রিল বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগরে গুড়ি পদওয়া আছে। একই দিনে পড়েছে উগাদি উৎসব। নবরাত্রির প্রথম দিনে উত্তর ভারতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তেলুগু নববর্ষের দিনও হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সজিবু নংমাপানবা বা চেরাওবা উৎসবে কারণে বেঙ্গালুরুতে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
আরও পড়ুন: ত্রিপুরার পাহাড়ি সীমান্ত টপকে দেশে আসছে বাংলাদেশী জঙ্গিরা ,তথ্য গোয়েন্দাদের
৪ এপ্রিল সরহুল উপলক্ষে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৫ এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ এপ্রিল বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী,মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামিল নববর্ষ দিবস, চেরাওবা, বিজু উৎসব, বোহাগ বিহুর জন্য দেশের প্রায় সব জায়গায় এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ এপ্রিল গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ, হিমাচল দিবস, বিশু, বোহাগ বিহু উপলক্ষে দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ এপ্রিল বোহাগ বিহুর প্রাক্কালে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১৯ এপ্রিল শব-ই-কদর, জুমাতুল-বিদার কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ এপ্রিল গড়িয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।