লোকসভা ভোটের আবহে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের । ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে । তবে, ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম এখনও একই আছে । ফেব্রুয়ারি মাসেই দাম বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের । মার্চ মাস পড়তে না পড়তেই একলাফে ২৪ টাকা দাম বাড়ল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের ।
গ্যাসের দাম বাড়ায় ১ মার্চ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে ১,৯১১ টাকা খরচ হবে । যা ফেব্রুয়ারিতে ছিল ১,৮৮৭ টাকা । উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছিল ।
সারা দেশ জুড়ে দাম বেড়েছে গ্যাসের । তবে, বিভিন্ন শহরে ভিন্ন হারে দাম বেড়েছে । যেমন, দিল্লি ও মুম্বইয়ে সিলিন্ডার পিছু দাম ২৫.৫ টাকা বেড়েছে, চেন্নাইয়ে আবার একটু কম, ২৩.৫ টাকা ।