একদিকে আর্থিক মন্দা (Inflation), অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (AI effect) বা এআই-এর ক্রমশ বেড়ে উঠতে থাকা প্রভাব। এই দুইয়ের ফলে চলতি বছরের প্রযুক্তি সংস্থাগুলিতে এখনও পর্যন্ত চাকরি খুইয়েছেন (Laid off) ২ লক্ষ ২৬ হাজার কর্মচারী! ২০২২ সালের থেকে যে সংখ্যাটি প্রায় ৪০ শতাংশ বেশি। Layoffs.fyi-এর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে প্রযুক্তি সংস্থাগুলি মোট ১ লক্ষ ৬৪ হাজার ৭৪৪ জন কর্মচারীকে ছাঁটাই করেছিল। যা, তার আগের বছর, অর্থাৎ ২০২১ সালের ছাঁটাইয়ের সংখ্যা (১৫,০০০)-এর থেকে প্রায় ১১ গুণ বেশি। এবার, সেই সংখ্যাটাই আরও বেড়ে গিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি ঘটাল।
ওই তথ্য অনুযায়ী, ২০২১ সালের শুরু থেকে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত শুধু প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে সরকারিভাবে চাকরি হারিয়েছেন ৪ লক্ষ ৫ হাজার কর্মচারী।
সবথেকে বেশি চাকরি হারানোর ঘটনা ঘটেছে গুগল, মাইক্রোসফট, মেটা, আমাজনের মতো বাঘা বাঘা সংস্থাগুলি থেকে।