ভারতে অক্টোবরেই ৫ জি পরিষেবা (5G Service) (Mukesh Ambani) (Reliance) আনতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী, ঘোষণা মুকেশ আম্বানির। বিশ্বজুড়ে চলা আর্থিক সংকটের মধ্যেও ভারতের অর্থনীতি যথেষ্ট মজবুত ৷ স্টার্টআপে ভারত পথপ্রদর্শক ৷ আগামী ২৫ বছর ভারতের অর্থনীতিতে অমৃতকাল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৫তম এজিএমে জানালেন মুকেশ আম্বানি। ৫জি পরিষেবা চালু করতে জিও ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।’
ভারতকে ডেটা চালিত অর্থনীতিতে পরিণত করার কথা বলেন আম্বানি, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই-সহ দেশের ১৩ টি শহরে প্রথমে পরিষেবা চালু করছে রিলায়েন্স জিও ৷ সম্প্রতি ৫জি স্পেকট্রামের নিলাম করে কেন্দ্র। আর তাতেই এয়ারওয়েভের স্বত্ব কিনে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়।