Best bike under 2 lakh: বাইক কিনবেন? জানুন ২ লাখ টাকার মধ্যে কোন ৬টি গাড়ি রয়েছে

Updated : Jul 18, 2024 12:34
|
Editorji News Desk

বাইক প্রেমীর সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু যাতায়াত নয়, বর্তমানে স্টাইল স্টেটমেন্টের মধ্যেও ঢুকে গিয়েছে দু চাকার এই যান। যার ফলে শুধু প্যাশান প্লাস বা প্ল্যাটিনা-তে মন ভরে না Gen-Z-র। তাঁদের চাহিদার তালিকায় রয়েছে, হাই স্পিড, স্টাইলিস স্পোর্টস বাইক। এই প্রতিবেদনে জেনে নিন ২ লাখ টাকার মধ্যে এমন ৬টি বাইক যা আপনার নজর কাড়বেই। 

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০-
বাইক প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে রয়েল এনফিল্ড। এবং সেই সংস্থারই সংযোজন এনফিল্ড হান্টার ৩৫০। ৩৪৯ CC-র এই বাইকে রয়েছে সিঙ্গল সিলিন্ডার এবং এয়ার কুলড ইঞ্জিন। ৫ স্পিডের গিয়ারবক্স রয়েছে। হাই স্পিড রাইড যাঁরা পছন্দ করেন তাঁদের জন্য এই বাইকটি আদর্শ। অত্যাধুনিক সাসপেনশন দেওয়া হয়েছে, যার ফলে খারাপ রাস্তাতেও স্মুথ রাইড সম্ভব।  

করিস্মা XMR ২১০
হিরো হোন্ডার এই সেগমেন্টটি অনেক বছর আগেই লঞ্চ করেছিল। কিন্তু সম্প্রতি করিস্মা XMR লঞ্চ করা হয়েছে। গাড়িটিতে রয়েছে ২১০ CC-র ইঞ্জিন, লিকুইড কুলড প্রযুক্তি, সিঙ্গল সিলিন্ডার। ওই গাড়িটির দাম রাখা হয়েছে ২.১  লাখ টাকা। 

পালসার N250
স্পোর্টস বাইক যাঁরা পছন্দ করেন তাঁদের কাছে পালসার বেশ জনপ্রিয়। বাজাজের নতুন এই বাইকটিতে দেওয়া হয়েছে ২৪৯ CC-র ইঞ্জিন, সিঙ্গল সিলিন্ডার, অয়েল কুল প্রযুক্তি। স্পোর্টস বাইক যাঁরা পছন্দ করেন তাঁরা এই বাইকটি কিনতে পারেন। দাম রাখা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।   

ইয়ামাহা MT-15 V2
যারা একটু স্টাইলিস বাইক পছন্দ করেন তাঁরা এই অপশনটি বেছে নিতে পারেন। 155 CC-র এই বাইকটিতে রয়েছে লিকুইড কুলড টেকনোলজি। সিঙ্গল সিলিন্ডারের এই বাইকটির দাম রাখা হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা। 

পালসার NS200
পালসার N250-এর ক্ষেত্রে যে প্রযুক্তি রয়েছে NS200 -তেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে যেহেতু ২০০ CC-র বাইক সেহেতু বাইকের ইনিসিয়াল স্পিড তুলনামূলক কিছুটা কম হবে। 

টিভিএস অ্য়াপাচে RTR 200 4V
টিভিএসের অ্য়াপাচে সেগমেন্টটি বহু বছর আগেই লঞ্চ করা হলেও 200 4V মডেলটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে। ১৯৭.৭৫ CC-র এই বাইকটি সিঙ্গল সিলিন্ডারের, ওয়েল কুলড ইঞ্জিন। ১.৯৫ লাখ টাকায় এক্স শো-রুম প্রাইস রাখা হয়েছে। 

Bike

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল