জনপ্রিজনপ্রিয় এডু টেক প্ল্যাটফর্ম বাইজু'স-এ কর্মচারীদের ছাঁটাই অব্যাহত। কনটেন্ট এবং মার্কেটিং টিম থেকে প্রায় ৬০০ জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।য় এডু টেক প্ল্যাটফর্ম বাইজু'স-এ কর্মচারীদের ছাঁটাই অব্যাহত। কনটেন্ট এবং মার্কেটিং টিম থেকে প্রায় ৬০০ জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার পুনর্গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তটি ভারতে বাইজু'স-এর সিইও অর্জুন মোহনের সবুজ সংকেতের পরেই নেওয়া হয়েছে। যা বাইজু'স-এর কনটেন্ট এবং ভিডিয়ো টিমকে সংস্কারের জন্যও জরুরি বলে মনে করে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
তবে, শুধু ছাঁটাই নিয়েই নয়, আরও নানারকম জটিল আইনি সমস্যায় কার্যত মুখ থুবড়ে পড়েছে বাইজু'স। যার ফলে, ২২ বিলিয়ন মার্কিন ডলারের এই এডু টেক জায়ান্টের বর্তমান মূল্য প্রায় ৭৫ শতাংশ কমে গিয়ে ৫ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, অতিমারি-পর্বে ২০২০-২১ সালে বাইজু'স-এর ব্যবসা আকাশ ছুঁয়ে ফেলেছিল। ওই সময় ১০টি সংস্থাকে অধিগ্রহণ করেছিল এই এডু টেক জায়ান্ট। যার ফলে বাইজু'স-এর প্রভাব ছড়িয়ে পড়েছিল সমাজের বিভিন্ন স্তরে। যা, বর্তমানে আইনি-সমস্যা, ছাঁটাই-পর্ব ও অন্যান্য আর্থিক জটিলতার ফলে ক্রমশ নিম্নগামী।