সম্বলপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের পড়ুয়া অবনী মালহোত্রা বার্ষিক ৬৪ লক্ষ ৬১ হাজারের বিপুল প্যাকেজের চাকরির অফার পেলেন বহুজাতিক প্রতিষ্ঠান মাইক্রোসফটের থেকে। যা, এই মরসুমের সর্বাধিক। টাইমস নাউ-এর রিপোর্ট অনুযায়ী, ছ'টি রাউন্ডের ইন্টারভিউ ক্লিয়ার করে এই চাকরির অফার পান অবনী।
জয়পুরের বাসিন্দা এই আইআইএম পড়ুয়া বিটেক গ্র্যাজুয়েট। এছাড়া, জেপি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে স্পেশালাইজেশনও রয়েছে তাঁর।
ইতিমধ্যেই ৩ বছর ইনফোসিসে চাকরি করেছেন তিনি৷ যে অভিজ্ঞতা মাইক্রোসফটে চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাঁর কাজে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।