তৃণমূলের প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তাঁরই শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলের কাছেই একটি গাছের গোড়ায় বোমা ভরতি একটি ব্যাগ ও একটি সকেট বোমা উদ্ধার হয়েছে। সেগুলি নিস্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফালি বিবি ও তাঁর স্বামী আনিসুর রহমান ওরফে বাচ্চু। তাঁদের অভিযোগ, জহিরুদ্দিন শেখ অর্থাৎ আনিসুরের বাবা এই কাজ করেছেন। অভিযোগ অনুযায়ী, ইতিমধ্যেই অভিযুক্ত জহিরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।