রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে । বাণিজ্যিক ক্ষেত্রে গৃহস্থের এলপিজি রান্নার গ্যাসের ব্যবহার আটকাতে এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক । বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠেছে, গৃহস্থালির জন্য বরাদ্দ গ্যাস সিলিন্ডার নানানভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে । আধার সংযুক্তিকরণ আগেই হয়েছিল । এবার এলপিজির ব্যবহার কোথায় কীভাবে হচ্ছে, তা জানতে বায়োমেট্রিকও যুক্ত করা হচ্ছে এবার । এলপিজি ডিস্ট্রিবিউটরদের দাবি, নজরদারির অভাবের কারণে সিলিন্ডার যেখানে সেখানে ব্যবহার করা হচ্ছে ।
কোথায় কীভাবে হবে সংযুক্তিকরণ, সময়সীমা কতদিন ?
এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে সংযুক্তিকরণ করাতে হবে । সাধারণত আধার সংযুক্তিকরণ তেল সংস্থাগুলির অ্যাপে কিংবা বাড়িতে সিলিন্ডার দিতে-আসা কর্মীদের থেকেও করানো যায় । তবে, আধারের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করার জন্য ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে করাতে হবে । সংযুক্তিকরণের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা নেই । তবে, সংযুক্তিকরণ বাধ্যতামূলক ।
তবে, ডিস্ট্রিবিউটরদের দাবি, পেট্রোলিয়াম মন্ত্রকের এই উদ্যোগ রান্নার গ্যাসের বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার আটকানো যথেষ্ট নয় । সুষ্ঠু নীতি তৈরি করার পরামর্শ দিচ্ছেন তাঁরা ।