রবিবার শেষ হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। টান টান উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। কিন্তু বিজ্ঞাপন থেকে আয়ে নজির গড়েছে শেষ বিশ্বকাপ। আরিহান্ট ক্যাপিটল মার্কেটের পদস্থ আধিকারিক জানিয়েছেন, বিজ্ঞাপন থেকে আয়ের হিসেবে রেকর্ড গড়েছে ডিজনি স্টার। পুরো টুর্নামেন্ট থেকে তাদের আয় প্রায় তিন হাজার কোটি। মূলত ভারতের সঙ্গে ম্যাচগুলির দিনেই আয়ের মাত্রা এক লাফে অনেকটা করে বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গড় দর্শকসংখ্যা ছিল ২৯ মিলিয়ন। তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন ওই সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিল। যার ফলে সেদিন প্রতি মিনিটের বিজ্ঞাপন বাবদ সংস্থাগুলি খরচ করেছে ৪০০ থেকে ৪৫০ টাকা। যা টুর্নামেন্টের সর্বকালীন রেকর্ড।
ডিজিট্যাল মাধ্যমে বিজ্ঞাপন বাবদ খরচ বেড়েছে অনেকটাই। ২০১৯ এর তুলনায় ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রতিটি সংস্থাই ডিজিট্যাল মাধ্যমে বিজ্ঞাপন খরচ বাড়িয়েছে। যার ফলে বিজ্ঞাপন থেকে আয় অনেকটাই বেড়েছে। পাশাপাশি টিভি বিজ্ঞাপনের ক্ষেত্রেও ২৫ শতাংশ করে খরচ বৃদ্ধি করেছে প্রতিটি সংস্থা।