হু হু করে ধস নামছে আদানি গোষ্ঠীর শেয়ারে (Adani Group Crisis)। তোলপাড় হচ্ছে দালাল স্ট্রিট। শেয়ার বাজারে বড়সড় ক্ষতির মুখোমুখি আদানি গোষ্ঠী। সৌজন্যে 'হিডেনবার্গ রিসার্চ'-এর (Hindenbug Research) একটি প্রতিবেদন। হিডেনবার্গ রিসার্চ হল একটি মার্কিন সংস্থা, যারা লগ্নি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা চালায়। সম্প্রতি তাদের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী নাকি 'জালিয়াতি' করে ধনী হয়েছে। এবার সেই ৩২ হাজার শব্দের পাল্টা বিবৃতি দিল আদানিরাও। ৪১৩ পাতার একটি জবাবি বিবৃতিতে আদানি গোষ্ঠীর দাবি, হিডেনবার্গ রিসার্চের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। আদানিদের কথায়, মার্কিন সংস্থার ওই রিপোর্টের মাধ্যমে ভারতের উপর 'পরিকল্পিতভাবে হামলা' করা হয়েছে এবং ভারতকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।
আদানিদের বক্তব্য, হিডেনবার্গ রিসার্চের রিপোর্টে যে ৮৮টি প্রশ্ন তোলা হয়েছে, তার মধ্যে ৬৮টি প্রশ্নের উত্তর বিভিন্ন সংস্থার বার্ষিক রিপোর্টে আগেই প্রকাশ করা হয়েছে। সুতরাং, এই প্রশ্নগুলি আমজনতার নজর একটি নির্দিষ্ট দিকে ঘোরানোর উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে করছে আদানি গোষ্ঠী। জবাবি বিবৃতিতে আদানিদের আরও বক্তব্য, এ দেশের আইনি ব্যবস্থা এবং এখানকার বাজারে কীভাবে পুঁজি সংগ্রহ হয়, সেই বিষয়ে বিশেষ ধারণা নেই ওই মার্কিন সংস্থার।
আরও পড়ুন, Gold Price Today: সপ্তাহের শুরুতেই 'সোনার হাসি' মধ্যবিত্তের, সোমবার কততে বিকোচ্ছে হলুদ ধাতু?
আদানি গোষ্ঠীর একাধিক সংস্থার মুখ্য অর্থনৈতিক আধিকারিক (CFO) গত কয়েক বছরের মধ্যে পদত্যাগ করেছে বলেও ৩২ হাজার শব্দের ওই রিপোর্টে উল্লেখ করেছে হিডেনবার্গ রিসার্চ। মার্কিন সংস্থার সেই দাবিকেও নস্যাৎ করে দিয়েছে আদানিরা। আদানি গোষ্ঠীর বক্তব্য, এই তথ্য ভুল। তাঁরা এখনও সংস্থার সঙ্গেই যুক্ত রয়েছেন। সংস্থার স্বার্থে বৃহত্তর দায়িত্ব গ্রহণ করেছেন তাঁরা। প্রসঙ্গত, হিডেনবার্গ রিসার্চের এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে শেয়ার মার্কেটে। ক্রমশ কমছে আদানি গোষ্ঠীর শেয়ার দর। গৌতম আদানিও বিশ্বের ধনীদের তালিকা থেকে এক ধাক্কায় চার ধাপ নেমে সাত নম্বরে চলে এসেছেন।