ফের বাড়ল আদানি গোষ্ঠীর সমস্ত নথিভুক্ত সংস্থার শেয়ারদর। বুধবারের পর শুক্রবারেও বাড়ল এই দর। আমেরিকার সংস্থা জিকিউজি পার্টনার্সের কাছে আদানি গোষ্ঠীর চারটি সংস্থার শেয়ার ১৫,৪৪৬ কোটি টাকার (১.৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে বিক্রি করা হয়েছে বলে জানা গিয়েছে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জ়োন, আদানি এন্টারপ্রাইজ়েস, আদানি ট্রান্সমিশন এবং আদানি গ্রিন এনার্জির শেয়ার বিক্রি করা হয়েছে।
জিকিউজি পার্টনার্স ৫,৪৬০ কোটি টাকা দিয়ে কিনেছে আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার। ৫,২৮২ কোটি টাকা দিয়ে কিনেছে আদানি পোর্টসের শেয়ার। ২,৮০৬ কোটি টাকা দিয়ে কিনেছে আদানি গ্রিনের শেয়ার এবং ১,৮৯৮ কোটি টাকা দিয়ে কিনেছে আদানি ট্রান্সমিশনের শেয়ার।
আর এই বিপুল শেয়ার কেনাবেচার ফলেই পড়ে গিয়েছে শেয়ার সূচক। শুক্রবার সেনসেক্স নামল ৫০১.৭৩ পয়েন্টে।
উল্লেখ্য, বাজারে গৌতম আদানির গোষ্ঠীর ২.২১ লক্ষ কোটি টাকা ঋণ। যাদের অনেকগুলিই পরের অর্থবর্ষের মধ্যে শোধ দিতে হবে। এই পরিস্থিতিতে শেয়ার বেচেই তাদের ঋণশোধের টাকা জোগাড়ের পথে হাঁটছে এই গোষ্ঠী, এমনটাই মত ওয়াকিবহালমহলের।