বন্দর ব্যবসায় আদানির লাভ কমেছে ঠিকই, কিন্তু আয় বেড়েছে শেষ ত্রৈমাসিকে। এমনই তথ্য প্রকাশ্যে আনল আদানি পোর্ট।
আদানি গোষ্ঠীর ওই সংস্থাটি জানিয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে সার্বিক লাভ বা কনসলিডেটেড প্রফিট ১৬ শতাংশ কমে হয়েছে ১,৩১৫ কোটি টাকা। যা আগের বছরের এই সময়ের থেকে কিছুটা কম। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল ১,৫৬৭ কোটি টাকা।
America News : সৎকারের প্রস্তুতি চলছে, হঠাৎই বেঁচে উঠলেন 'মৃত' বৃদ্ধা
তবে লাভের অঙ্ক কমলেও বেড়েছে আয়। আদানি পোর্ট জানিয়েছে, এ বছর তাদের মোট আয় ১৭ শতাংশ বেড়েছে। আয় দাঁড়িয়েছে ৪,৭৮৬ কোটি টাকা। আগের বছর এই ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল ৪,০৭২ কোটি টাকা।
মঙ্গলবার এই ঘোষণার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আদানি পোর্টের শেয়ারের দর ৫.২১ শতাংশ বেড়ে ৫৭৩.৮৫ টাকা হয়েছে।
হিন্ডেনবার্গ রিপোর্টের পরেই শেয়ার বাজারে টালমাটাল অবস্থা আদানি গোষ্ঠীর। তার মধ্যেইবআদানি পোর্ট জানিয়েছে, তাদের সুদ বা ইবিআইটিডিএ, কর পরিশোধ এবং সংস্থার সামগ্রিক ক্ষয়ের পরেও গত বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এ বছরে ১৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,০১১ কোটি টাকা।
তবে অন্য মতও রয়েছে। অনেকের দাবি, আদানিরা তৃতীয় ত্রৈমাসিকের, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের হিসাবের কথা বলছেন। এর মধ্যে শেষ ১৪ দিনের হিসাব নেই। ফলে এই হিসাব দেখে হিন্ডেনবার্গের রিপোর্টের প্রভাবে সংস্থার ক্ষতি ঠিক কতটা তা বোঝা যাবে না।