গৌতম আদানি এবার উড়ান ব্যবসায় বিনিয়োগ করতে চলেছেন। তবে টাটা গোষ্ঠীর মতো বিমানে যাত্রী ও পণ্য পরিবহণের ব্যবসায় তিনি বিনিয়োগ করছেন না। আদানি গোষ্ঠী বিমান রক্ষণাবেক্ষণের পরিকাঠামোয় বিনিয়োগ করতে চলেছে। এজন্য ইতিমধ্যে আদানি গোষ্ঠী (Adani Group) এয়ার ওয়ার্কস (Air Works) নামে একটি সংস্থা অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, আদানি গোষ্ঠী এয়ার ওয়ার্কসকে অধিগ্রহণের জন্য ইতিমধ্যে ৪৬২ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য, ভারতের পুরনো বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত সংস্থাগুলির মধ্যে একটি হল এয়ার ওয়ার্কস। সূত্রের খবর, আদানি গোষ্ঠী এয়ার ওয়ার্ক অধিগ্রহণের বিষয়ে গত পাঁচ বছর ধরে চিন্তাভাবনা করেছিল। অবশেষে তারা এই বিষয়ে পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নিয়েছে।
Partha-Arpita Case: 'যা স্টেটমেন্ট দেওয়ার ইডিকেই দিয়েছি', হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা
উল্লেখ্য, পি এস মেনন এবং প্রয়াত বি জি মেনন ১৯৫১ সালে এয়ার ওয়ার্কস সংস্থাটির প্রতিষ্ঠা করেন। এয়ার ওয়ার্কস ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে।