নতুন করে প্রতারণার অভিযোগ । ফের শেয়ারে ধাক্কা খেল আদানি গোষ্ঠী (Adani Group) । অর্গানাইজ়ড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে । সেখানেই অভিযোগ করা হয়েছে, বিদেশি সংস্থার মাধ্যমে আদানি গোষ্ঠীর নথিভুক্ত সংস্থার শেয়ারে বিনিয়োগ হয়েছে । এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই আদানি গোষ্ঠীর সমস্ত সংস্থার শেয়ার ৪ শতাংশ (Adani Group Stock) পর্যন্ত পড়ে গিয়েছে ।
ওসিসিআরপি-র অভিযোগ, মরিশাসের একাধিক অস্বচ্ছ লগ্নি তহবিলের মাধ্যমে আদানি গোষ্ঠীর নথিভুক্ত সংস্থাগুলির শেয়ারে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ।
আরও পড়ুন, Rahul Gandhi-Adani Issue: আদানি ইস্যুতে চিনা নাগরিকের নাম করে কেন্দ্রকে খোঁচা রাহুল গান্ধীর
ওসিসিআরপি-র দাবি, আরব আমিরশাহীর নাসের আলি শাবান আহলি এবং তাইওয়ানের চ্যাং চুং লিং-এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে আদানিদের । তাঁরাও লগ্নি তহবিলের মাধ্যমে টাকা বিনিয়োগ করেছে বলে অভিযোগ । সেকারণেই মাত্র অল্প কয়েকদিনে ফুলেফেঁপে ওঠে আদানিদের শেয়ার সম্পদ ।
রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ফের সরব হয়েছে বিরোধী দলগুলি । আদানিদের আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করার জন্য যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবি তুলেছেন তাঁরা ।