সোমের পর মঙ্গল, বাঙালি মধ্যবিত্তের মুখে হাসি আরও চওড়া হল। কারণ, আরও একটু সস্তা হল সোনা। মঙ্গলবার ১০ গ্রাম সোনায় দাম কমেছে ২০০ টাকা। ২৪ ক্যারেটে দাম কমেছে ২৩০ টাকা। তবে দাম অনেকটাই কমেছে রুপোর। ১ কেজির বাটে দাম কমেছে ৯০০ টাকা। দেবীপক্ষের শুরুতে পর পর দু দিন সোনা ও রুপোর দাম কমায় স্বস্তিতে বঙ্গসমাজ।
মঙ্গলবার ২২ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম চার হাজার পাঁচশো আশি টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম চার হাজার নশো সাতানব্বই টাকা। ২৪ ক্যারেটের পাকা সোনার ১০ গ্রামের দাম ৪৯ হাজার ৯৭০ টাকা। এক কেজি রুপো বাটের দাম ৫৫ হাজার চারশো টাকা।
এই নিয়ে গত ছয় মাসে সর্বনিম্ন রইল সোনার দাম। প্রায় একই অবস্থা রুপোর ক্ষেত্রে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১.৬৪৬.৪৬ মার্কিন ডলার।