পর্যাপ্ত পরিমাণে কেবিন ক্রু নেই। আর সেকারণে একাধিক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাতিলের অভিযোগ তুললেন যাত্রীরা। এদিকে একটি সূত্রের খবর, অব্যবস্থাপনার অভিযোগ তুলে গণ ছুটি নিয়েছেন কেবিন ক্রুদের একাংশ। সেকারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
কী অভিযোগ?
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭০টিরও বেশি আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমান বাতিল করা হয়েছে। সোমবার রাত থেকে কেবিন ক্রুদের একাংশ অসুস্থতার কারণ দেখিয়ে গণ ছুটি নিয়েছেন। সেকারণেই অচলাবস্থা তৈরি হয়েছে। পুরো বিষয়টি নিয়ে চিন্তিত অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তাদের তরফেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
Read More- সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা
একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত থেকে অসুস্থতার কারণ দেখিয়ে প্রচুর কেবিন ক্রু ছুটি নিয়ে নেন। এর ফলে কোচি, কালিকট এবং বেঙ্গালুরু বিমানবন্দরের যাত্রীরা সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন।