এয়ারটেলের (Airtel Recharge Plan) গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এবার থেকে আরও ব্যয়বহুল হতে চলেছে রিচার্জ প্ল্যান। সবথেকে কম রিচার্জের প্ল্যান অর্থাৎ ৯৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়েছে এয়ারটেল।
বর্তমানে এই প্ল্যানের দাম ৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫৫ টাকা। তবে ৯৯ টাকার প্ল্যানের দাম (Recharge Plan Price Hike) বাড়লেও আপাতত অন্য সব প্ল্যানগুলির দাম একই থাকছে বলে খবর।
ওড়িশা, হরিয়ানার পর এবার বিহার, অন্ধ্রপ্রদেশ, নর্থইস্ট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, রাজস্থান (উত্তর-পূর্ব) ও উত্তর প্রদেশের পশ্চিমাংশে এই ৯৯ টাকার প্ল্যানটি বন্ধ করার পথে হাঁটছে এয়ারটেল। তবে এখনও পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত কোনও নির্দেশিকা মেলেনি। ফলে এ রাজ্যে এখনই ৯৯ টাকার প্ল্যানে কোনও বদল আসছে না।
আরও পড়ুন- জিও রিচার্জেই মিলবে নেটফ্লিক্স, প্রাইম, জানুন কোন প্ল্যানে
আগে এই ৯৯ টাকার প্ল্যানে ৯৯ টাকারই টকটাইম পাওয়া যেত। যার বৈধতা ছিল ২৮ দিন। কিন্তু এয়ারটেলের এই ১৫৫ টাকার নতুন প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ১ জিবি ইন্টারনেট এবং ৩০০টি এসএমএস পাবেন। তবে তার বৈধতা থাকবে সেই ২৮ দিন।