ভারতকে বিদায় জানাল চিনা সংস্থা আলিবাবা (Alibaba)। একটি ব্লক ডিলের মাধ্যমে ওয়ান ৯৭ কমিউনিকেশনস অর্থাৎ পেটিএম-কে (Paytm) নিজেদের অবশিষ্ট শেয়ার বিক্রি করে দিল এই সংস্থা। সূত্রের খবর, ১৩,৬০০ কোটির চুক্তিতে ভারত থেকে ব্যবসা গোটাল চিনা সংস্থা।
গতবছর ডিসেম্বরে পেটিএমে ৬.২৬ শতাংশ শেয়ার ছিল আলিবাবা সংস্থার। জানুয়ারি মাসে ৩.১ শতাংশ শেয়ার বিক্রি করে তারা। শুক্রবার অবশিষ্ট ৩.১৬ শতাংশ শেয়ারও বিক্রি করে দিল আলিবাবা। আলিবাবা ছাড়া পেটিএমের ২৫ শতাংশ শেয়ার ছিল এএনটি ফিনান্সিয়াল (ANT Financial) নামে একটি সংস্থার।
আরও পড়ুন: মেটা-মাইক্রোসফট-ডেলের পর ইয়াহু, কাজ হারানোর আশঙ্কা সংস্থার ১৬০০ কর্মীর
পেটিএমের পক্ষ থেকে জানানো হয়, আলিবাবা কোনওদিন তাদের স্ট্র্যাটেজিক শেয়ারহোল্ডার ছিল না। ২০১৫ সালে পেটিএমের বৃহত্তম শেয়ারহোল্ডার ছিল আলিবাবা। ২০২১ সালের নভেম্বর মাসে আইপিও ছাড়ে পেটিএম। সেই সময় থেকে সংস্থার শেয়ার দর প্রায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে।