ব্যাঙ্ক কর্মচারীদের বেতন বৃদ্ধির খবর আগেই জানা গিয়েছিল । এবার জানা গেল, রবিবারের পাশাপাশি শনিবারও ছুটি থাকবে ব্যাঙ্ক কর্মীদের । সম্প্রতি, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মধ্যে একটি চুক্তি হয় । সেখানে, বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছিল । জানা গিয়েছে, সেখানেই বলা হয়েছে, ব্যাঙ্কে দু'দিন করে ছুটির আর্জি মঞ্জুর করা হবে ।
বর্তমানে ব্যাঙ্কে প্রত্যেক রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে । কিন্তু, ব্যাঙ্ক কর্মীদের তরফে সপ্তাহে দু'দিন ছুটির দাবি করা হয়েছে । আইবিএ-এর তরফে বলা হয়েছে, সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশের পরই কাজের নতুন সময় কার্যকর করা হবে । উল্লেখ্য, বার্ষিক ১৭ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে ব্যাঙ্ক কর্মীদের ।