কোভিড অতিমারি সময় দুই বছর কর্মীদের বেতন বাড়ায়নি বহু কর্পোরেট সংস্থা। উলটে অনেক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। কিন্তু তার মধ্যেও কর্মীদের বেতন বিপুল হারে বাড়ানোর (salary hike) সিদ্ধান্ত নিল আমাজন (Amazon), গুগল (Google) ও মাইক্রোসফট (Microsoft)।
কোভিড অতিমারীর পর ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। তাই
চলতি অর্থবর্ষে কর্পোরেট সংস্থাগুলি কর্মীদের বেতন বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বহুজাতিক সংস্থা ডেলইটের সমীক্ষাতেও এমন বেতনবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অবশ্য আমাজনের তরফে জানানো হয়েছিল, নতুন অর্থবর্ষে কর্মীদের সর্বোচ্চ মূল বেতন দ্বিগুণ করবে তারা। উল্লেখ্য, আমাজনের একজন কর্মীর সর্বোচ্চ মূল বেতন ১ লক্ষ ৬০ হাজার ডলার। অর্থাৎ নতুন নিয়মে তা বেড়ে হবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার।
Google: ঘানি সরকারের নথিতে নজর তালিবানের, তড়িঘড়ি বহু অ্যাকাউন্ট ব্লক করল গুগল
এদিকে গুগল জানিয়েছিল, সাধারণ কর্মীদের বেতন বাড়ানো হবে না। বেতন বা়ড়বে শুধু সংস্থার বড় কর্তাদের। মাইক্রোসফট জানিয়েছিল, কর্মচারীদের বেতন দ্বিগুণ বাড়ানো হবে নতুন অর্থবর্ষে। সংস্থার সিইও সত্য নাদেল্লা কর্মীদের মেল পাঠিয়ে তাঁদের কাজের প্রশংসা করে বেতন বৃদ্ধির কথা জানিয়েছিলেন।