আলাদা করে আর নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের রিচার্জ করতে হবে না। কারণ এবার জিও-র রিচার্জ করলেই Netflix, Amazon-সহ একাধিক OTT অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।
কোন কোন প্ল্যানে পাওয়া যাবে এই সুবিধা?
৩৯৯ - এই ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে মিলবে মোট ৭৫ জিবি ডেটা। আনলিমিটেড কলিং। একইসঙ্গে মিলবে দৈনিক ১০০টা এসএমএস। আর এই প্ল্যানেই মিলবে Netflix, Amazon Prime- এর মতো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।
৫৯৯- একই সুবিধা মিলবে ৫৯৯ টাকার রিচার্জেও। ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও এই রিচার্জে মিলবে ১০০জিবি ডেটা। এটি ফ্যামিলি প্যাক হওয়ার দরুন পাওয়া যাবে একটি অতিরিক্ত সিম কার্ড।
আরও পড়ুন- মাঘের শুরুতেই স্বস্তি, জানুন হলুদ ধাতুর নতুন দর
৭৯৯- এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ২০০ জিবি ডাটা, দৈনিক ১০০টি এসএমএস-সহ একটি সিম কার্ড পাওয়া যাবে। এই রিচার্জটি করলেও Netflix, Amazon অ্যাপের সাবস্ক্রিপশনের সুবিধা মিলবে।