জনপ্রিয় ই-কমার্স সংস্থায় বাম্পার অফার। অ্যামাজনে চালু হয়েছে গ্রেট সামার সেল। যার জেরে দুর্দান্ত কম দামে পেয়ে যাবেন জামাকাপড়, ল্যাপটপ, স্মার্টফোন-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস। অফার শুরু হয়েছে ৪মে থেকে।
এমনকি অ্যামাজনের আসন্ন এই সেলে আইফোন ১৪ কেনা যাবে ৪০ হাজার টাকারও কম দামে। এছাড়াও বিভিন্ন ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডে অফার রয়েছে। বিশেষ ছাড় রয়েছে OnePlus Nord CE 3 lite 5G ফোনেও।
নতুন লঞ্চ করা এই ফোনে রয়েছে বিশেষ অফার। যারা ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তাঁরা এক হাজার টাকা ছাড় পাবেন। OnePlus 11R ও পাওয়া যাচ্ছে ৩৮ হাজার ৯৯৯ টাকায়। এর উপরেও এক হাজার টাকা ছাড় রয়েছে।
Vivo-এর Y56 ফোনের ক্ষেত্রেও এক হাজার টাকার বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে। এই সামার সেলে iQOO NEO 6 যার বাজার দর ২৯ হাজার ৯৯৯ টাকা তাতেও এক হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও অতিরিক্ত ডিসকাউন্ট-সহ এই ফোনটি পাওয়া যাচ্ছে ২৪ হাজার ৯৯৯ টাকায়।