মেটা, টুইটার, বাইজুসের তালিকায় এবার যোগ হতে চলেছে আমাজনের নাম। এবার বিপুল পরিমানে কর্মী ছাঁটাই করতে চলেছে আমাজনও। সূত্রের খবর, চলতি সপ্তাহেই একসঙ্গে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। জানা গিয়েছে, ব্যবসার মন্দা সামাল দিতেই এই ছাঁটাই।
এখনও পর্যন্ত খবর, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিটেল ডিভিশন এবং হিউম্যান রিসোর্স এই তিনটি দফতরের কর্মীদের ছাঁটাই করা হবে। এর মধ্যে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিভাগেই বেশি ছাঁটাই হবে বলে জানা গিয়েছে। কারণ এই দফতরের কাজে মোটেই খুশি নয় সংস্থা। জানা গিয়েছে, যদি শেষ পর্যন্ত ১০ হাজার কর্মীকে আমাজন ছাঁটাই করে, তাহলে এটাই হবে এই সংস্থার সব থেকে বড় ছাঁটাই।
প্রায় মাস খানেক ধরেই কর্মীদের সতর্ক করছিল এই সংস্থা। উৎসবের মরশুমে এই ই-কমার্স সংস্থা বিপুল লাভ করলেও, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির চলতি বছরে লোকসানের মুখে পড়েছে সংস্থা। এই লোকসান মোকাবিলা করতেই ব্যপক হারে কর্মী ছাঁটাই আমাজনের।