চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশে প্রত্যক্ষ কর (Direct Taxes) সংগ্রহের পরিমাণ বেড়েছে। এই পরিমাণ গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি। সরকারি সূত্রে এখবর জানা গিয়েছে।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ ১৬ জুন পর্যন্ত দেশে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২৫ কোটি টাকা। এই একই সময়কালের মধ্যে গত অর্থবর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ছিল ২ লাখ ৩৩ হাজার ৬৫১ কোটি টাকা। উল্লেখ্য, গত অর্থবর্ষে অর্থাৎ ২০২০-’২১ অর্থবর্ষে মোট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ছিল ১ কোটি ২৫ লাখ ৬৫ কোটি টাকা।
HS Student Suicide: উচ্চমাধ্যমিকে পাশ করতে পারেননি, অভিমানে আত্মঘাতী পূর্ব বর্ধমানের ছাত্রী
এছাড়া, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অগ্রিম কর সংগ্রহের পরিমাণ ১ লাখ ১ হাজার ১৭ কোটি টাকা। যার মধ্যে কর্পোরেট কর (CIT) ৭৮ হাজার ৭৮৩ কোটি টাকা ও ব্যক্তিগত আয় কর (PIT) ২২ হাজার ১৭৫ কোটি টাকা।
গত অর্থবর্ষে করদাতাদের উপার্জনের উৎসমূলে কাটা কর (TDS)-এর মোট পরিমাণ ছিল ২ লাখ ২৯ হাজার ৬৭৬ কোটি টাকা। চলতি অর্থবর্ষে স্ব-মূল্যায়ন কর সংগ্রহের পরিমাণ ২১ হাজার ৮৪৯ কোটি টাকা।