চলতি বছর অ্যাপেল তাদের WWDC 2022 অনুষ্ঠানে নতুন ম্যাকবুক এয়ার ল্যাপটপ (MacBook Air) এবং M2 (Apple) বায়োনিক চিপ লঞ্চ করেছে। খুব শীঘ্রই সাধারণ ক্রেতাদের জন্য অ্যাপল এই দুটো প্রোডাক্ট বিক্রি শুরু করবে।
নতুন ম্যাকবুক এয়ার ল্যাপটপটি মাত্র ১১.৩ মিমি পাতলা। ল্যাপটপের লিকুইড রেটিনা ডিসপ্লের সাইজ ১৩.৬ ইঞ্চি, যা ১০০ কোটি ধরনের বিভিন্ন ধরনের রং সাপোর্ট করবে। নতুন এই ল্যাপটপের সর্বোচ্চ ইন্টারনাল স্টোরেজ ২TB এবং সর্বোচ্চ ব়্যাম সাইজ ২৪GB। এছাড়া ল্যাপটপটিতে রয়েছে ১০৮০ পিক্সল ক্ষমতার ওয়েবক্যাম যা খুব কম আলোতেও ভালো কাজ করে। অ্যাপলের তরফে জানানো হয়েছে তাদের নতুন ল্যাপটপে ওয়েব ক্যামের ক্ষমতা আগের মডেলের ল্যাপটপগুলির তুলনায় দুই গুণ বেশি। নতুন ম্যাকবুক এয়ারে রয়েছে ডলবি অ্যাটম প্রযুক্তির ৪টি স্পিকারের ইনবিল্ট সাউন্ড সিস্টেম। ব্যাটারি লাইফের ক্ষেত্রেও নতুন ম্যাকবুক এয়ার তার আগের মডেলগুলিকে টেক্কা দিয়েছে। অ্যাপলের নতুন ল্যাপটপের ব্যাটারি লাইফ ১৮ ঘণ্টা।
Whatsapp new feature:আনরিড মেসেজ ফিল্টার করতে হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার
ল্য়াপটপটি পাওয়া যাচ্ছে মোট চারটি রঙে। সেগুলি হল স্পেস গ্রে, স্টারলাইট, সিলভার ও মিডনাইট। ভারতে এই ল্যাপটপের দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ভারতের বাজারে অ্যাপলের এই নতুন ল্যাপটপ পাওয়া যাবে আগামী জুলাই মাস থেকে। অ্যাপলের এই নতুন ল্যাপটপে রয়েছে তাদের নতুন ভার্সনের বায়োনিক চিপ M2। এই নতুন বায়োনিক চিপে রয়েছে ২০ বিলিয়ন ট্রানজিস্টর। এই চিপের ক্ষমতা তার আগের ভার্সনের চিপ M1-এর তুলনায় ২০ গুণ বেশি। M2 চিপ M1 চিপের তুলনায় সিপিইউ-র কার্যক্ষমতা ১৮ শতাংশ এবং জিপিইউ-র কার্যক্ষমতা ৩৫ শতাংশ বাড়িয়ে তুলবে বলে অ্যাপল দাবি করেছে।