পুজোর আগেই নতুন আইফোন (iphone) বাজারে এনেছিল Apple, এবার দীপাবলির আগে লঞ্চ হল নতুন iPad। এই সিরিজের সবচেয়ে সস্তার iPad-ও ঢেলে সাজিয়েছে Apple। iPad Pro এবং iPad Air এর ডিজাইনের সব বৈশিষ্ট থাকবে এই নতুন মডেলে। iPad এ থাকবে ১০.৯ ইঞ্চির লিক্যুইড রেটিনা ডিসপ্লে। থাকছে 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা, পাশাপাশি 4K ভিডিয়ো রেকর্ডিং করা যাবে। সংস্থা সূত্রে খবর, একবার চার্জ দিলেই সারাদিন ব্যবহার করা যাবে এই আইপ্যাড। এছাড়াও এই আইপ্যাডের সবচেয়ে আকর্ষনীয় জিনিসটি হল A14 Biopic চিপ, যা Android এর থেকে ৫ গুণ ভালো পরিষেবা দেবে বলেই দাবি Apple এর।
নতুন iPad এর দাম-
Apple কেনা প্রত্যেকের কাছেই খানিক স্বপ্নের মতো. তবে অনেকেই এর দাম শুনে কয়েক যোজন পিছিয়ে যায়। তবে ধীরে ধীরে এই বিখ্যাত সংস্থা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই নতুন নতুন জিনিস লঞ্চ করছে। ভারতে নতুন এই iPad এর দাম শুরু হচ্ছে ৪৪,৯০০ টাকা থেকে। তবে প্রথম মডেলটির স্টোরেজ ক্যাপাসিটি মাত্র 64 GB, এরপর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ার সঙ্গে সঙ্গে দাম ও বাড়বে। 256 GB কিনতে খরচ হবে ৫৯,৯০০ টাকা। নতুন মডেল লঞ্চ করলেও পুরনো জেনারেশনের আইপ্যাড-ও বিক্রি চালিয়ে যাবে Apple। তাই যারা মনের মতো একটি iPad কিনবেন বলে অনেকদিন ধরেই একটু একটু করে টাকা জমাচ্ছিলেন, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না।