কম দামে এবার হাতের মুঠোতে আসতে পারে আইফোন (IPhone)। আসছে নতুন মডেলের আইপ্যাড (IPad)। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, আগামী মার্চ মাসে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে অ্যাপেল (Apple Inc)। সেখানেই অ্যাপেল বাজারে নিয়ে আসবে এই নতুন মডেল।
অ্যাপেল মার্চ মাসে আইফোনের নতুন SE মডেল বাজারে আনতে পারে। এই মডেলে অ্য়াপেলের নতুন A15 বায়োনিক চিফসেট থাকছে। যা 5G সাপোর্ট পেতে ইউজারদের সাহায্য করবে। জানা গিয়েছে, এই ফোনে আরও উন্নত মানের ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। পাশাপাশি আরও জানা গিয়েছে, আগের মতো ৪.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে এই নতুন ফোনে। যা এখন আইফোন AE ফোনে রয়েছে। এই নতুন মডেলে ৩ জিবি ব়্যাম থাকবে।। আইফোনের পাশাপাশি অ্যাপেল নতুন 'আইপ্যাড এয়ার'-ও বাজারে আনতে চলেছে । এই নতুন মডেলেও A-15 বায়োনিক চিফসেট থাকবে। সেন্টার স্টেজের সুবিধা সহ থাকবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
আরও পড়ুন: গোলাপি, সবুজ, বেগুনি-নীল, গলা ভেজানোর জন্য রকমারি চায়ের সাতকাহন
রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল সিলিকন চিফসেটসের সঙ্গে কিছু নতুন ম্যাকবুকও আনতে চলেছে। 'ম্যাকবুক এয়ার'-এর বর্তমান মডেলের ডিজাইন আপগ্রেড করেই হবে এই নতুন মডেল।