হাতে আর মাত্র কয়েকটি দিন। তারপরেই শুরু হবে নতুন অর্থবর্ষ। প্রত্যেকেরই ব্যাঙ্কে একাধিক কাজ থাকবে। তবে এপ্রিল মাসে রয়েছে একাধিক ছুটি। বন্ধ থাকবে ব্যাঙ্ক। জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে?
বিভিন্ন রাজ্য ভিত্তিক ছুটি মিলিয়ে এপ্রিল মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সব ছুটিগুলি পশ্চিমবঙ্গের জন্য কার্যকর নয়। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়া এপ্রিল মাসে রাজ্যে অতিরিক্ত ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১ এপ্রিল- আর্থিক বছর শেষ হওয়ায় পরের দিন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৫ এপ্রিল-বাবা জগজীবন রামের জন্মদিন। ছুটি থাকবে হায়দরাবাদ, তেলাঙ্গানা, জম্মু ও শ্রীনগর
- ৭ এপ্রিল- রবিবার
- ৯ এপ্রিল-উগাডি উৎসব। ব্যাঙ্ক বন্ধ থাকবে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগরে।
- ১০ এপ্রিল- ইদ। ছুটি কোচি এবং কেরলে।
- ১১ এপ্রিল- ইদ। সারা দেশে ছুটি।
- ১৩ এপ্রিল- দ্বিতীয় শনিবার।
- ১৪ এপ্রিল- রবিবার
- ১৫ এপ্রিল- হিমাচল দিবস। ছুটি গুয়াহাটি এবং সিমলায়।
- ১৭ এপ্রিল- রাম নবমী। ছুটি রয়েছে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বই ও নাগপুরে।
- ১৯ এপ্রিল- লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ
- ২০ এপ্রিল- গড়িয়া পুজো। ছুটি শুধুমাত্র আগরতলায়।
- ২১ এপ্রিল- রবিবার।
- ২৬ এপ্রিল- লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ছুটি।
- ২৭ এপ্রিল- চতুর্থ শনিবার।
- ২৮ এপ্রিল রবিবার।