এপ্রিল মাস প্রায় শেষের পথে। আর ক'দিন পরেই শুরু হবে মে মাস। ইতিমধ্যেই মে মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা(Bank Holiday List) প্রকাশ পেয়েছে। মে মাসের মোট ১৩ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। কিন্তু এর মধ্যেই মে'র শুরুতে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
RBI-র ছুটির তালিকা বলছে, মে'র প্রথম সপ্তাহেই টানা ৪ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। মাসের ১ তারিখ রয়েছে মে দিবস। ওইদিন বিশ্ব শ্রম দিবস(May Day)। ফলে প্রতিবছরের মতো এবছরও ছুটি থাকবে ব্যাঙ্ক(Bank)। কিন্তু এবার রবিবার পড়ায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে। পরদিন ২ তারিখ রয়েছে পরশুরাম জয়ন্তী। ফলে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মে মাসের ৩ তারিখ রয়েছে ঈদ-উল-ফেতর(Eid-Ul-Fitar) ও মে মাসের ৪ তারিখ রয়েছে বাসভা জয়ন্তী।
দেশের আলাদা আলাদা রাজ্যে ঈদের ছুটি(Eid Holiday) অন্যরকম হতে পারে। অর্থাৎ মাসের শুরুতেই যে চারদিন এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে, এমনটা মোটেই না। পরশুরাম জয়ন্তীতে সাধারণত এ রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকে না। তবে ঈদে রাজ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক(Bank Holiday in West Bengal)।
আরও পড়ুন- RBI: ক্রেডিট কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক, কার্যকর হবে ১ জুলাই থেকে