জানুয়ারি মাস শেষের মুখে। আর কয়েকদিন পর থেকেই শুরু হবে ফেব্রুয়ারি। চলতি বছর ফেব্রুয়ারি (February) মাসের ২৮ দিনের মধ্যে প্রায় দশ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের (Internet Banking) যুগেও বড় অংকের টাকা জমা করতে গেলে ব্যাঙ্কে যেতেই হয়। সেক্ষেত্রে ব্যাঙ্কে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন ছুটির (Bank Holiday List) তালিকায়।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখুন তালিকা
৫ ফেব্রুয়ারি, ২০২৩ - রবিবার (সাপ্তাহিক ছুটি), সারা ভারত
১১ ফেব্রুয়ারি ২০২৩ - দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি), সারা ভারত
১২ ফেব্রুয়ারি ২০২৩- দ্বিতীয় রবিবার (সাপ্তাহিক ছুটি), সারা ভারত
১৫ ফেব্রুয়ারি ২০২৩ - লুই-এনগাই-নি (হায়দরাবাদ)
১৮ ফেব্রুয়ারি ২০২৩ - মহাশিবরাত্রি - (আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবন্তপুরম)
১৯ ফেব্রুয়ারি ২০২৩- তৃতীয় রবিবার (সারা ভারত)
২০ ফেব্রুয়ারি ২০২৩ - আইজলের রাজ্য দিবস
২১ ফেব্রুয়ারি ২০২৩ - লোসার (গ্যাংটক)
২৫ ফেব্রুয়ারি ২০২৩ - তৃতীয় শনিবার (সারা ভারত)
২৬ ফেব্রুয়ারি ২০২৩- তৃতীয় রবিবার (সারা ভারত)
আরও পড়ুন - গণছাঁটাই উইপ্রোতে, চাকরি হারালেন ৪৫২ জন নতুন কর্মী
উপরোক্ত দশ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে এটিএম।