পাঁচ দফা দাবিতে ফের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ২৭ জুন দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ব্যাংক কর্মী সংগঠনগুলির।
ব্যাংক কর্মী সংগঠনগুলি মূলত পাঁচ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের অন্যতম দাবি, প্রতি সপ্তাহে শনি এবং রবিবার ছুটি উল্লেখ্য, এখন প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কের কর্মীদের ছুটি থাকে। বেতন বৃদ্ধির দাবিও রয়েছে কর্মীদের। এছাড়া ২০১০ সালের এপ্রিলের পর থেকে ব্যাংক কর্মী এবং অফিসারদের জন্য এপিএস ব্যবস্থা তুলে নেওয়ার দাবিও জানিয়েছে কর্মী সংগঠন। পাশাপাশি আন্দোলনকারীরা পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবিতেও সরব হয়েছেন।
CPIM on Yashwant Sinha: তৃণমূল প্রার্থী যশবন্তকে সমর্থন, কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে সিপিএম
এই সমস্ত দাবি নিয়ে গত মঙ্গলবার মুখ্য লেবার কমিশনার এস সি জোশীর সঙ্গে ব্যাংক কর্মী সংগঠনের নেতৃত্বের বৈঠক হয়। তবে সরকারি তরফে দাবিপূরণের কোনও আশ্বাস মেলেনি। তাই ২৭ জুন ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় কর্মী সংগঠন। অল ইন্ডিয়া ন্যাশনালাইডজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের ডাকে বুধবার সন্ধেয় শ্যামবাজার মেট্রো স্টেশনে এক পথসভার আয়োজনও করা হয়।
২৫ জুন মাসের চতুর্থ শনিবার, পরের দিন অর্থাৎ ২৬ জুন রবিবার। সোমবার, ২৭ জুন ব্যাংক ধর্মঘট। তার ফলে পরপর তিনদিন ব্যাঙ্ক পরিষেবা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। এর ফলে সমস্যায় পড়তে পারেন তাঁরা।