আদানি গোষ্ঠীর (Adani Group) বিপুল পরিমাণ ক্ষতি। যার ফলে কোটি কোটি সাধারণ আমানতকারী এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। এই প্রেক্ষিতেই এবার বিবৃতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI)। বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ভারতের ব্যাঙ্কগুলি নিরাপদ ও সুরক্ষিত। কেন্দ্রীয় ব্যাঙ্ক আশ্বাস দিয়েছে, পরিস্থিতির উপর নজর দেওয়া হচ্ছে।
শুক্রবার আরবিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "সংবাদমাধ্যমের প্রতিবেদনে একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার চিত্র উঠে আসছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাঙ্কিং সেক্টরে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে আরবিআই।" আরবিআইয়ের দাবি, বর্তমানে ব্যাঙ্কগুলি নিরাপদ ও সুরক্ষিত।
আরও পড়ুন: বিশ্বের প্রথম ২০ জন ধনীর নামের তালিকা থেকেও বাদ গৌতম আদানি
উল্লেখ্য, গত সপ্তাহে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরই আদানিদের শেয়ারের দর ক্রমাগত পড়েছে। গত এক সপ্তাহে দেশের বাজারে বিপুল ক্ষতি হয়েছে আদানি সংস্থা। বুধবার রাতে ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়াও স্থগিত করে আদানি এন্টারপ্রাইজ়।