সোমবার দেশজুড়ে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। দেশজুড়ে ৪৯টি কেন্দ্রে ৬৯৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও মোট ৬টি রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হবে। এই লোকসভা নির্বাচনের দিন দেশজুড়ে বন্ধ থাকবে একাধিক ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্ক আগেই দেশের একাধিক রাজ্যে সোমবার ব্যাঙ্ক হলিডে ঘোষণা করেছে। তবে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। দেশের কিছু ব্যাঙ্কের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এই মাসে ইতিমধ্যেই ২৩ ও ২৫ মে ব্যাঙ্ককর্মীদের ছুটি। ২৩ মে বুদ্ধপূর্ণিমা ও ২৫ মে নজরুল জয়ন্তী। ২৫ মে চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ককর্মীরা এমনি ছুটি পাবেন। ২৬ মে রবিবারও ছুটি। অর্থাৎ আগামী সপ্তাহে চারদিন ছুটি পাবেন কর্মীরা।
মে মাসে দেশজুড়ে ব্যাঙ্ক কর্মীরা মোট ৯টি স্পেশাল হলিডে পাচ্ছেন। দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি এই তালিকায় নেই।