ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়ার পুটিন সরকার। তারপর থেকে বিশ্ববাজারে ধ্বস নেমেছে। স্টক মার্কেট নিম্নমুখী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযানের (Special Military Operation) কথা ঘোষণা করার সাথে সাথে, ইক্যুইটি সূচকগুলি (equity Points) সংকটজনক পরিস্থিতিতে চলে এসেছে। সেনসেক্স (Sensex) পড়েছে ১৪৩২.৫ পয়েন্ট এবং নিফটি (Nifty) নেমেছে ৪১০.৭ পয়েন্ট।
সেনসেক্সে পতন ১৫০০ পয়েন্ট। এশিয়ার বাজার পড়ল ৩ %
নিফটি পড়ল ৪০০ পয়েন্ট। গত ডিসেম্বর থেকে এটাই সর্বনিম্ন।
নিফটি ব্যাঙ্ক পড়ল ১০০০ পয়েন্ট, ৩ জানুয়ারি, ২০২২-এর পর থেকে সর্বনিম্ন পতন
চোখে মুখে স্বস্তি! ইউক্রেন থেকে ২৪০ জন ভারতীয়কে নিয়ে দেশের মাটি ছুঁল বিমান
ইউক্রেনে (Ukraine) 'সামরিক অভিযান' -র ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুতিন প্রচ্ছন্ন হুমকির সুরে জানিয়ে দিয়েছেন ইউক্রেন অপারেশনে যারা হস্তক্ষেপ করবে তাদের পাল্টা জবাব দেওয়া হবে।