সরকারি নির্দেশে সোনার অলঙ্কার (Gold Jewellary) বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু হল দেশ জুড়ে। সরকারি সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্সের (Bureau of Indian Standards) তরফে সোনার অলঙ্কার কেনা-বেচায় নয়া নির্দেশিকা জারি করা হয়েছিল গত এপ্রিলে, যা কার্যকর হল জুন থেকে।
সরকারি নির্দেশে সোনার শুদ্ধতার প্রমাণ হিসেবে সোনার অলঙ্কারে হলমার্ক (Gold Hallmark) ট্যাগ থাকা বাধ্যতামূলক। তবে এতদিন অর্থাৎ চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় ধরনের সোনার অলঙ্কারের উপর হলমার্ক ট্যাগ বাধ্যতামূলক ছিল। সোনার অলঙ্কার সাধারণত তৈরি করা হয় বিভিন্ন ক্যারেটের সোনা ব্যবহার করে। সেগুলি হল ১৪, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ও ২৪ ক্যারেট। এতদিন সরকারি নির্দেশে ১৯ ও ২১ ক্যারেটের সোনার অলঙ্কারের ক্ষেত্রে কোনও হলমার্ক ট্যাগ ব্যবহার করা হত না। বাকি ক্যারেটের সোনার ক্ষেত্রে হলমার্ক ট্যাগ ব্য়বহার বাধ্যতামূলক ছিল।
Gold Price Reduced: দেশজুড়ে কমল সোনার দাম, জেনে নিন কলকাতায় সোনার দাম কত
কিন্তু গত এপ্রিলে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্সের (BIS) তরফে এক নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে, আগামীতে ১৯ ও ২১ ক্যারেট সোনা ব্যবহার করে যে সমস্ত অলঙ্কার তৈরি করা হবে সেগুলিতেও হলমার্ক ট্যাগ ব্যাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে। বিআইএস জানিয়েছিল, এই নির্দেশিকা জুন মাস থেকে কার্যকরী হবে। তাই এই নয়া সরকারি নির্দেশিকা মেনে এখন থেকে সমস্ত ক্যারেটের সোনার অলঙ্কারেই হলমার্ক ট্যাগ ব্যবহার করা হবে স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের।