লাফিয়ে বাড়ছে বিটকয়েনের দাম । ফের রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে ডিজিটাল মুদ্রাটির দর । বুধবারের মার্কেট অনুযায়ী, দাম প্রায় ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এর আগে সোমবার অর্থাৎ, ১১ মার্চ, সোমবার প্রায় ৫ শতাংশ বেড়েছিল বিটকয়েনের দাম ।
বুধবারের মার্কেট অনুযায়ী, বিটকয়েনের দর বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৩ হাজার ৬৭৯ ডলার । যা এখনও পর্যন্ত সর্বোচ্চ । সোমবার বিটকয়েনের দাম ছিল ৭২ হাজার ৮৮০ ডলার । দুই দিনের মধ্যে প্রায় ৭৯৯ ডলার বৃদ্ধি পেল দর ।
বিগত কয়েক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলিতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে । এই খবরটি প্রকাশ্যে আসার পরেও বিটকয়েনে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে । ফরে দর বাড়ছে বিটকয়েনের ।