২০২০-২১ আর্থিক বর্ষটা কোভিডের কারণে ভাল না গেলেও, ২০২২ সালে অনেকটাই খরা কাটিয়ে উঠতে পেরেছিল রিয়েল এস্টেটের ব্যবসা। এডিটরজি'র অবনী রাজাকে আননরক সংস্থার ডিরেক্টর প্রশান্ত ঠাকুর জানালেন যে, আসন্ন বাজেটে রিয়েল এস্টেটের জন্য 'বড় কিছু' ঘোষণা হবে বলে আশাবাদী তিনি।
আসন্ন বাজেট থেকে প্রশান্ত ঠাকুরের প্রত্যাশা:
কম খরচে বাসস্থানঃ
কম খরচে বাসস্থানের ব্যবস্থার জন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে একাধিক আর্থিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে, প্রশান্ত ঠাকুরের মতে, আসন্ন বাজেটে এই বিষয়ে কোনও একটা সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। টিয়ার ওয়ান শহরের জন্য ৪৫ লক্ষ টাকার বাসস্থানের মূল্য ৮৫ লক্ষ টাকা অবধি বাড়তে পারে এবং অন্যান্য শহরের জন্য ৬৫ লক্ষ টাকা অবধি বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনাঃ
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ আরও বৃদ্ধির আশা রয়েছে।
গৃহঋণের সুদঃ
গৃহঋণের জন্য সুদবাবদ যে অর্থটুকু বাদ পড়ে তার ন্যূনতম পরিমাণ ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা করলে আবাসন ব্যবসা ত্বরান্বিত হবে।