প্রয়াত হলেন দেশের বর্ষীয়ান শিল্পপতি (Businessman) ও বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ (Rahul Bajaj)। তাঁর বয়স হয়েছিল ৮৩। পুনেতে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০১ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে ভারত সরকার। ২০০৬-২০১০ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি।
৩০ জুন, ১৯৩৮। কলকাতায় জন্ম হয় শিল্পপতি রাহুল বাজাজের। ১৯৫৮ সালে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হন তিনি। বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি পান। এরপর হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেন এই শিল্পপতি। ১৯৬৮ সালে বাজাজ অটোর সিইও হন রাহুল বাজাজ। সবথেকে বেশি সময় কোনও সংস্থার চেয়ারম্যান ছিলেন এই শিল্পপতি। প্রায় ৫০ বছর এই সংস্থার শীর্ষে ছিলেন তিনি।
আরও পড়ুন: গৌতম আদানি এশিয়ার ধনীতম ব্যক্তি! মুকেশ আম্বানিকে ছাপিয়ে গেলেন
তাঁর সংস্থার সবথেকে জনপ্রিয় স্লোগান ছিল 'হমারা বাজাজ'। ২০০৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য দর বাড়িয়েছিলেন তিনি। নিজের ছেলেদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। বাজাজ অটো, বাজাজ ফিনান্স কম্পানি ও আরও একটি সংস্থায় ভেঙে দেন মূল সংস্থা বাজাজকে। রাজীব বাজাজ বর্তমানে অটোমোবাইল সংস্থার প্রধান। আর বাজাজ ফিনান্স আছে ছোট ভাই সঞ্জীব বাজাজের হাতে।