ডিজিটাল ব্যাঙ্কিং ও ডিজিটাল লেনদেনে আরও জোর দিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। BHIM UPI এবং Rupay Card-এর ব্যবহারের ওপর ইনসেনটিভস দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর জন্য ক্যাবিনেট মন্ত্রকের পক্ষ থেকে প্রায় ২,৬০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর ফলে সরাসরি লাভ পাবেন সাধারণ মানুষ।
সূত্রের খবর, অল্প টাকার অনলাইন লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। মন্ত্রিসভার বৈঠকের পর এই খবর সামনে এসেছে। তবে আপাতত Rupay Card-এর লেনদেন ও কম টাকার BHIM UPI লেনদেনের ক্ষেত্রেই সাধারণ মানুষ এই ইনসেনটিভ পাবে।
কেন্দ্র চাইছে না ব্যাঙ্ক ও ছোট কার্ড কোম্পানিগুলির উপর বোঝা বাড়ুক। সেই কারণেই ইনসেনটিভের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরাও।