বুধবারই চাঁদে পৌঁছনো চতুর্থ দেশ হিসেবে কৃতিত্ব অর্জন করেছে ভারত (India on Moon)। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে চন্দ্রযান ৩-এর (Chandrayan 3) বিক্রম ল্যান্ডার। এই ঐতিহাসিক কৃতিত্বের প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরোকে (ISRO) সাহায্য করা বহু সংস্থা স্টক মার্কেটের (Stock market) তালিকাভুক্ত থাকায়, এই চন্দ্রযান মিশনের সাফল্য বিনিয়োগকারীদেরও উৎসাহিত করেছে পুরোমাত্রায়।
বিনিয়োগকারীদের (Investors) বিশ্বাস, এই সাফল্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগ করতে আরও উৎসাহিত করবে এবং মহাকাশ অর্থনীতির ক্ষেত্রেও আশাপ্রদ জোয়ার আসবে।
আরও পড়ুন: চার মাস পরিবার ভুলেছেন, চন্দ্রযান ৩-এর সফল মিশনে স্বপ্নপূরণ বঙ্গ বিজ্ঞানীদের
উল্লেখ্য, ২০২০ সালে ভারতের মহাকাশ অর্থনীতির (Space economy) মূল্য ছিল ৯.৬ বিলিয়ন ডলার। ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২০২৫ সালে ভারতের মহাকাশ অর্থনীতির মূল্য দাঁড়াবে প্রায় ১৩ বিলিয়ন ডলার।
এরই সঙ্গে আরও একটি দিক রয়েছে, তা হল, মহাকাশ অভিযানের (Space Mission) বেসরকারিকরণ। ভারতেও এমন পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নেওয়া হয়েছে। মহাকাশ অভিযানে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্য়ও রয়েছে। আগামী দশকের মধ্যে বিশ্বের বাজারে ভারতের অংশীদারিত্ব অন্তত ৫ গুণ বৃদ্ধি পাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।