বিশ্ব অর্থনীতিতে মন্দার মেঘ এখনই কাটছে না। নতুন বছরের শুরুতেই সে পূর্বাভাস দিয়ে দিল বিশ্বব্যাঙ্ক। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মূলত আমেরিকা, ইউরোপ এবং চিনে বৃদ্ধির হার কমার কারণেই সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির হাল খারাপ হবে।
সম্প্রতি বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে নতুন পরিসংখ্যান। সেই নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার সম্ভবত দাঁড়াবে ১.৭ শতাংশ। যা ২০২২ সালের জুন মাসে বিশ্বব্যাঙ্কের প্রকাশিত ৩ শতাংশ পূর্বাভাসের তুলনায় ১.৩ শতাংশ কম। শুধু তাই নয়, ২০২২ সালের ডিসেম্বরেই বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’। যার পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাঁড়াতে পারে। তার ২ মাস আগেই অক্টোবরে যে বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব ব্যাঙ্ক। সেই রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। প্রসঙ্গত, অতিমারির অভিঘাতে কাটিয়ে ২০২১-২২ আর্থিকবর্ষে ভারতে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।