ফের কর্মীদের সতর্ক করল টেক জায়ান্ট কগনিজেন্ট (Cognizant)। সংস্থার তরফে জানানো হয়েছে, বারবার জানানো সত্বেও যাঁরা এখনও পর্যন্ত অফিসে আসছেন না তাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে। যাঁরা বর্তমানেও ওয়ার্ক ফ্রম হোম করছেন তাঁদের সতর্ক করে গত মাসের ১৫ তারিখ ওই মেইল পাঠানো হয়েছে।
কী বলা হয়েছে?
মেইলে বলা হয়েছে, সংস্থার নির্দেশ মেনে না চললে তা গুরুতর অপরাধ বলে গণ্য করা হবে। এবং তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে সংস্থা। এমনকি ছাঁটাই পর্যন্ত করা হতে পারে।
Read More- গণ ছুটি কেবিন ক্রুদের, বাতিল এয়ার ইন্ডিয়ার প্রায় ৭০টি বিমান, চরম অচলাবস্থা
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কগনিজেন্টের CEO রবি কুমার এস-এর তরফে প্রত্যেক কর্মীকে একটি মেইল পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, কগনিজেন্ট ইন্ডিয়ার প্রতিটি কর্মীকে অন্তত তিনদিন অফিস যেতে হবে। অথবা প্রত্যেক কর্মীর লিডারদের নির্দেশ অনুযায়ী হাজির হতে হবে অফিসে।