২০২৩ সালে আয় কমবে সংস্থার, এমনটা আঁচ করে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্ট। শুধু কর্মী ছাঁটাই নয় খরচ বাঁচাতে কগনিজেন্ট বলেছে যে তার কয়েক মিলিয়ন বর্গফুট অফিসের জায়গাও তাঁরা ছেড়ে দেবে।
কগনিজেন্ট এর সিইও রবি কুমার এস জানিয়েছেন এই মুহুর্তে প্রায় ৩৫০০ কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে এই তথ্য ও প্রযুক্তি সংস্থায়।
Ajay Banga: প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা
বিশ্বজোড়া মন্দার মুখে, বিগত কয়েক মাসে গুগল, টুইটার, মেটা, অ্যামাজন, অ্যাকসেঞ্চার-এর মতো সংস্থা একাধিক খেপে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে।