মাসের শুরুতেই সুখবর । দাম কমল রান্নার গ্যাসের । তবে, গৃহস্থালি নয়, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে । কলকাতায় সিলিন্ডার পিছু ১৯ টাকা দাম কমেছে । ১ মে থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম ।
কলকাতায় সিলিন্ডার পিছু ১৯ টাকা দাম কমে হয়েছে ১৮৫৯ টাকা । অন্যদিকে, দিল্লি ও মুম্বইতেও একই হারে দাম কমেছে । ১ মে থেকে দিল্লি ও মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হবে যথাক্রমে ১৭৪৫.৫০ টাকা ও ১৬৯৮.৫০ টাকায় । তবে, ১৪.৫ কেজি সিলিন্ডারের দাম একই রয়েছে ।
গত মাসেই দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের । ১ এপ্রিল সিলিন্ডার পিছু ৩৫ টাকা দাম কমানো হয়েছিল । ফের একমাসের মাথায় দাম কমল ১৯ কেজি সিলিন্ডার । এর ফলে সাময়িক স্বস্তিতে রেস্তরাঁ, খাবার দোকানের ব্যবসায়ীরা ।