KYC আপডেট করার জন্য আর গ্রাহকদের ব্যাঙ্কে যাওয়া বাধ্যতামূলক নয়। এই ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যেখানে বলা হয়, "যদি KYC তথ্যে কোনও বদল করতে না হয়, তাহলে পুনরায় KYC প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটা স্ব-ঘোষণা করে দেওয়াই যথেষ্ট"। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এই কথাও জানিয়ে দেওয়া হয় যে, অনলাইনে, মোবাইল বা ই-মেল বা এটিএমের মাধ্যমেও সম্পন্ন করে ফেলা যাবে এই পুনঃ-KYC প্রক্রিয়া। ঠিকানার ভেরিফিকেশন করতে চাইলে, অনলাইন মাধ্যমেই অনুরোধ জানালে কাজ হয়ে যাবে। ২ মাসের মধ্যে ব্যাঙ্ক থেকে সেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে।
উল্লেখ্য, গ্রাহকরা যদি বৈধ নথিপত্র দিয়ে ব্যাঙ্কে নিজেদের KYC আপডেট না করতে পারেন, সেক্ষেত্রে নতুনভাবে ফের KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাঁদের। সেক্ষেত্রে ব্যাঙ্কের শাকায় না এলেও চলবে। ব্যাঙ্কের পক্ষ থেকে যদি করা সম্ভব হয়, তাহলে ভিডিয়ো মাধ্যমে কাস্টমার আইডেন্টিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমেও তা সম্পন্ন করা যাবে।