উত্তর ভারতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মোট ক্ষতির পরিমাণ ১০ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা। এসবিআই- এর রিসার্চ রিপোর্ট ইকোরাপ একথা জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ভয়াবহ বন্যার ফলে ঠিক কত ক্ষতি হয়েছে তস এখনও হিসাব করা যায়নি৷ তবে ক্ষতির পরিমাণ ১০ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকার মধ্যে থাকবে।
Himachal Cloudburst: প্রবল দুর্যোগে নাজেহাল হিমাচল, থামছে না প্রাণহানি
১৯৯০ সালের পর প্রাকৃতিক দুর্যোগের সংখ্যার নিরিখে আমেরিকা ও চিনের পরেই ভারত তৃতীয়। ভূমিধ্বস, ঝড়, ভূমিকম্প, বন্যা সহ ৭৬৪ টি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। ১৯৯০-২০০০ সালের মধ্যে ৪০২টি এবং ২০০০-২০২২ সালের মধ্যে ৩৬১টি এমন ঘটনা ঘটেছে।