শীত পড়তে না পড়তেই মধ্যবিত্তের হেঁসেলে আগুন। ডিসেম্বরের (December) শুরুতেই দাম বাড়ল ডিমের (Egg)। কলকাতায় প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। একে ডিসেম্বরে উৎসবের মরশুম। এই সময়ে কেক, পেস্ট্রির চাহিদা থাকে তুঙ্গে। ফলে ডিমের দাম বাড়তেই মাথায় হাত পড়েছে আম জনতার।
দিন দুয়েক পর্যন্ত কলকাতার খুচরো বাজারে ডিম বিক্রি হয়েছে সাড়ে ৬ টাকায়। কিন্তু, আচমকাই শনিবার সকাল থেকে ডিমের দাম বেড়ে সাড়ে ৭ টাকা হয়ে যায়। একদিকে দিন দুয়েকের বৃষ্টির কারণে অগ্নিমূল্য সবজি বাজার। তার উপর ডিমের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়ছে মধ্যবিত্ত।
আরও পড়ুন - হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে UPI পেমেন্ট করেন? বিরাট সুবিধার ঘোষণা RBI এর